নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – শ্লোগানকে বুকে ধারণ করে করোনা পরিস্থিতি মোকাবেলায় তিন পার্বত্য জেলার বিভিন্ন অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কিরণ। ত্রাণ সহায়তা পৌছানোর পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের কাছে জরুরী ঔষধ বিতরণও করছে সংগঠনটি।
করোনা পরবর্তী সংকটময় মুহুর্তে তিন পার্বত্য জেলায় কিরণের উদ্যোগে মানবতার ডাকে সাড়া দিয়ে সংগঠনটি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে বলেছে জানালেন সংগঠনের সভাপতি জুয়েল বড়ুয়া।
তিনি বলেন, ইতিমধ্যে কিরণের উদ্যোক্তাদের মধ্যে দীপংকর নন্দী,বাপন ধর, টিটু কান্তিদেসহ তার নিজের সমন্বিত পৃষ্টপোষকতার মাধ্যমে প্রায় লক্ষাধিক টাকার ৩শত পিস স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার কাছে হস্তান্তর করা হয়েছে।
এ সময় “কিরণ”র প্রতিনিধি জনাব সুব্রত দাশ, সজীব দাশ এবং রাঙ্গামাটি জেলার সভাপতি জুয়েল বড়ুয়া উপস্থিত থেকে রাঙ্গামাটি জেলা র সিভিল সার্জন ডাঃ বিপাস খীসা এবং রাঙ্গামাটি জেলার করোনা বিষয়ক দায়িত্বে থাকা ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
এ সময় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহনকালে ডাঃ বিপাস খীসা স্বেচ্ছাসেবী সংগঠন কিরণের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় কিরণের উদ্যোগে স্বাস্থ্যসুরক্ষার জন্য নেয়া এ ধরনের জনকল্যাণ মূলক কার্যক্রমে জেলার স্বাস্থ্য সেবায় নিয়োজিতরা অনেক উপকৃত হবেন।
বর্তমান পরিস্থিতিতে করোনা সংকট মোকাবেলায় “কিরণ” এর মতো সকলকে জনকল্যাণে এগিয়ে আসতে তিনি সকলকে আহবান জানান।
রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় কিরণের কার্যক্রমে জড়িত সকলকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি জুয়েল বড়–য়া এবং কিরণের উদ্যোগে জনকল্যাণে তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানান।