রাঙ্গামাটিতে নার্সসহ ২জন করোনায় আক্রান্ত, মোট শনাক্ত ৫৮, সুস্থ ১০জন

471

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি – রাঙ্গামাটি সদর হাসপাতালের ১জন নার্সসহ রাঙ্গামাটিতে নতুনভাবে করোনায় আক্রান্ত হয়েছে ২জন।

এ নিয়ে রাঙ্গামাটি জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ জন। তবে করোনা আক্রান্তদের মধ্যে ১০জনকে পরীক্ষা শেষে সুস্থ বলে ঘোষণা দিয়েছেন রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার ২৮ মে সকালে চট্টগ্রাম থেকে প্রাপ্ত ২৫ জনের রিপোটের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলার ১জন এবং কাপ্তাই উপজেলার ১জনসহ ২জনের রিপোর্টের ফলাফল পজিটিভ আসে এবং বাকী ২৩ জনের রিপোর্ট নেগেটিভ আসে বলে জানিয়েছেন রাঙ্গামাটি করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল।

এর আগে ২৭ মে বুধবার রাতে ৩৫ জনের প্রাপ্ত রিপোর্ট ও নেগেটিভ আসে বলে জানান তিনি।

২৮ মে বৃহস্পতিবার পর্যন্ত রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে বর্তমানে আইসোলেশনে আছেন ১০জন, চট্টগ্রামে পরীক্ষার জন্য মোট নমুনা প্রেরণ ৯৫৮ এর মধ্যে নমুনা সংগ্রহ ৮৩২জনের। রিপোর্ট বাকী রয়েছে ১২৬ জনের। রাঙ্গামাটিতে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন।