খাগড়াছড়িঃ-খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ জন। এর মধ্য দিয়ে খাগড়াছড়ির ৯ উপজেলার মধ্যে ৭ উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। তবে আক্রান্তদের মধ্যে এই পর্যন্ত ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সোমবার (২৫ মে) রাত সোয়া ১১টায় বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, নতুন আক্রান্ত ব্যক্তি চাঁদপুর ফেরত। তার বাড়ি দীঘিনালায় এবং সে কোয়ারেন্টিনে রয়েছে। তবে তিনি সুস্থ আছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত অবস্থায় যারা আছেন, তারাও সুস্থ আছেন। তবে নেপচুন চাকমা নামে একজনের শরীরে সংগৃহীত তৃতীয় নমুনাও প্রজেটিভ এসেছে।