বান্দরবানঃ-আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ শ্রমিকলীগ বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে বান্দরবান জেলা শ্রমিকলীগের নেতাকর্মীদের ঈদ উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে বান্দরবান জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই ঈদ উপহার প্রদান করা হয়।
এসময় বান্দরবান জেলা শ্রমিকলীগের শতাধিক নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার হিসেবে সেমাই নারিকেল, ডাল, চিনি, তেল, আলু, পিঁয়াজ, কিচমিচ, পাউডার দুধ, সাবানসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
এসময় ঈদ উপহার প্রদানকালে বান্দরবান জেলা শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব মো: মুছা কোম্পানী, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক ওসমান গনি রানা, পৌর শ্রমিকলীগের সভাপতি মিলন পালসহ বান্দরবান জেলা শ্রমিকলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বান্দরবান জেলা শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব মো: মুছা কোম্পানী জানান, করোনা ভাইরাস সংকটে আসন্ন ঈদ করতে অনেকের কষ্ট হয়ে যাবে, তাই মানবিতার জন্য শ্রমিকদের কল্যাণে এই ঈদ উপহার দেয়া হয়েছে। তিনি আরো বলেন, শ্রমিকরা হচ্ছে দেশের মূল চালিকা শক্তি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই শ্রমিকরাই বেকার ও অসহায় হয়ে দিনযাপন করছে তাই তাদের পাঁশে দাড়িয়েছে বান্দরবান জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দরা।