করোনা সংক্রমন প্রতিরোধে কাপ্তাই নতুন বাজারে পুলিশের অভিযানঃ বন্ধ করে দেয়া হলো শপিং মল

179

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-বিশ্ব মহামারি করোনা সংক্রমন প্রতিরোধে কাপ্তাই নতুন বাজারে অভিযান চালিয়েছে কাপ্তাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) সকালে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় কোন ধরনের স্বাস্থ্যবিধি না মেনে নতুন বাজার এলাকায় শপিং দোকান খোলা রাখায় তা বন্ধ করে দে কাপ্তাই থানা পুলিশ।
এই সময় কাপ্তাই ফাঁড়ির আই সি পুলিশ পরিদর্শক আতাউল হক চৌধুরীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, কোন রকম স্বাস্থ্য সুরক্ষা না রেখে সামাজিক দুরত্ব বজায় না রেখে নতুনবাজার এলাকায় ঈদের বেচাকেনা চলছে। এই অবস্থায় করোনা ভাইরাস সংক্রমণরোধে আমরা এই সব দোকানপাট বন্ধ করে দিই।