পাহাড়ের সাড়ে পাঁচ হাজার মানুষের পানীয় জল সংকট নিরসন হবে সাতটি প্রকল্পের মাধ্যমে-পার্বত্য মন্ত্রী

384

বান্দরবানঃ-বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চলিত ও গত অর্থ বছরে সম্পাদিত ৭টি প্রকল্পের জিএফএস এর মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে।
পার্বত্য জেলা বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলের প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের পানীয় জলের সংকট নিরসনে ৭টি প্রকল্প বাস্তবায়ন করছে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ২ কোটি টাকা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে বান্দরবানের সুয়ালক, টংকাবতী, কুহালং ও সদর ইউনিয়নে জিএফএস প্রযুক্তির এই প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে।
সোমবার (১৮ মে) সকালে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প কাজের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুর জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মারমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য লক্ষীপদ দাশ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন, উপ সহকারি প্রকৌশলী খোরশেদ আলম, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচ প্রু মারমা সাবুসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বান্দরবানের দুর্গম পাহাড়ের সাড়ে পাঁচ হাজার মানুষের পানীয় জল সংকট নিরসন হবে সাতটি প্রকল্পের মাধ্যমে। এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পাহাড়ের মানুষের প্রতি আন্তরিক বলেই আজ পার্বত্য এলাকায় বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে।