করোনার প্রাদূর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যন্ত জনদূর্ভোগ নিরসনে কাজ করে যাচ্ছে-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

414

লিটন ভট্টচার্য্য রানা, খাগড়াছড়িঃ-বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে, সবায়কে ঘরে থাকার আহবান জানিয়ে সকল সম্প্রদায়ীদের এর মাঝে ব্যক্তি উদ্দ্যেগে উপহার সামগ্রী বিতরন করলেন শরনার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
রবিবার (১৭ মে) সকালে সাড়ে ১০টায় পার্বত্য জেলা পরিষদ সদস্য এম এ জব্বার নিজ উদ্দ্যেগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী উচ্চ বিদ্যালয় মাঠে ও তিন টহরী ইউনিয়ন পরিষদ মাঠে মোট ১৫০০ পরিবারের মাঝে অসহায় কর্মহীন পরিবারের হাতে ঈদ সামগ্রী ও শিশু খাদ্য বিতরন করেন।
প্রধান অতিথি বক্তব্য বলেন, উপহার-সহায়তা বিতরণ কার্যক্রম শুরুর আগে প্রধান অতিথি বলেন, বৈশ্বিক মহামারি ‘করোনা’র প্রাদূর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত জনদূর্ভোগ নিরসনে কাজ করে যাচ্ছে। এদেশে কাউকেই না খেয়ে মরতে দেবে না আওয়ামীলীগ ও দলীয় নেতাকর্মীরা তারা নিজ উদ্দ্যেগে উপহার সামগ্রী বিতরণ করছেন আমি ধন্যবাদ জানাচ্ছি সরকারের পাশাপাশি নিজ উদ্দ্যেগে একাজ করছে বলে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী মানবতার নেত্রী শেখ হাসিনার শিক্ষায় আমরা সে কর্মী আমরা গবির্ত বাংলাদেশ আ’লীগের নেতাকর্মী পরিচয় দিতে পেরে। করোনা ভাইরাসে কর্মহীন অসহায় মানুষের পাশে আমরা যারা একটু বিত্তশালী আছি তাদের এগিয়ে আসা উচিত। তিনি সকল বিত্তবানদের কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।
এসময় আরো উপস্তিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সম্পাদক মো. মাঈন উদ্দীনের, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, বাটনাতলী ও তিনটহরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণ, জেলা আ’লীগের নেতা চন্দন দে। ১৫০০ কর্মহীন দরিদ্র জনগোষ্টির হাতে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়।