বরকলে বন্যহাতির আক্রমনে দুইটি বাড়ি বিধ্বস্ত, প্রাণে বেঁচে গেলেন পরিবার

363

বরকলঃ-রাঙ্গামাটির বরকল উপজেলায় বন্যহাতির পালের আক্রমনে বরুনাছড়ি এলাকার দুইটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। সোমবার (৪ মে) রাত তিনটার দিকে সুবলং ইউনিয়নের বরুণাছড়ি ১০ নাম্বার এলাকায় হঠাৎ হাতির পালন আক্রমণ করে। এতে দুইটি বাড়িতে তাণ্ডবলীলা চালিয়ে লন্ডভন্ড করে দেয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানানো হয়, সোমবার সাহরির সময় ৯-১০টির বন্য হাতি সুবলং ইউনিয়নের বরুণাছড়ি ১০ নাম্বার এলাকার খাবারের খোঁজে মোঃ জালাল এবং রিমনের বাড়িতে তাণ্ডব চালায়। এতে জালাল এবং রিমন এর পরিবার দ্রুত ঘর থেকে নিরাপদ দুরত্বে সড়ে যেতে সক্ষম হলে তারা প্রাণে বেঁচে যান।
ঘটনার শিকার রিমন জানান, আমরা সেহেরী খাওয়ার সময় হঠাৎ হাতির পালের ডাক শুনতে পায়। সাথে সাথে দেরি না করে আমরা সকলে বাড়ি থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম হয়। কিন্তু হাতির পাল আমাদের ঘর-বাড়ি ধূলিস্মাৎ করে দেয়। এতে আমাদের অনেক টাকার ক্ষতি হয়েছে। আমরা প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি। যাতে করে আমরা আমাদের ঘর-বাড়ি তৈরীসহ আনুসাঙ্গিক মালামাল কিনতে পারি।