রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি জেলায় ১৮৩৭ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১০৯১জন। বর্তমানে রাঙ্গামাটিতে কোয়ারেন্টাইনে রয়েছে ৭৪৬জন।
রবিবার (৩ মে) রাঙ্গামাটি করোনার দায়িত্ব প্রাপ্ত ফোকাল পারসন ডাক্তার মোঃ মোস্তফা কামাল জানান, সকাল ৮টা পর্যন্ত রাঙ্গামাটিতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৩১৯ আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে রয়েছে ৫১৮ জন। এছাড়া ১০৯১ জন ছাড়পত্র পেয়েছে বলেও জানান তিনি। আইসোলেশনে কোন রোগী এখনো পর্যন্ত নেই।
এদিকে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেজে (বিআইটিআইডি) ২৪৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ১৭৬ জনের নমুনা নেগেটিভ পাওয়া গেছে। বাকি ৬৭ জনের নমুনার রিপোর্ট এখনো আসেনি বলে জানান তিনি।
নানিয়ারচর উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুয়েন খীসা জানিয়েছেন নানিয়ারচর ঘিলাছড়িতে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে থাকা বেশ কয়েকজনকে স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে। এখনো পর্যন্ত সকলেই ভালো আছে এছাড়া কযেকজনকে নমুনা চট্টগ্রামে পাঠানো হয়েছে এগুলো এখনো আসেনি।