দেশের ৬৩টি জেলায় করোনার ছোবলঃ একমাত্র করোনা মুক্ত এখনও রাঙ্গামাটি জেলা

185

রাঙ্গামাটিঃ-দেশের ৬৪টি জেলার মধ্যে ৬৩টি জেলায় করোনা ভাইরাসের ছোবল পড়েছে। একমাত্র জেলা হিসেবে রাঙ্গামাটি এখনও করোনা মুক্ত রয়েছে। রাঙ্গামাটি জেলাকে করোনামুক্ত রাখতে রাঙ্গামাটি প্রশাসন ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে, জেলার মানুষের সচেতনা ও প্রশাসনের কড়াকড়ি কারণে এখনো করোনা মুক্ত রয়েছে।
দেশের ৬৪টি জেলার মধ্যে ৬৩টি জেলায় করোনা ভাইরাস আক্রান্তের শনাক্ত হয়েছে। সর্বশেষ ৬৩তম জেলা হিসেবে খাগড়াছড়িতে গেল ২৯ এপ্রিল করোনা আক্রান্তের শনাক্ত হয়েছে। বর্তমানে দেশের করোনামুক্ত জেলা হিসেবে রাঙ্গামাটি জেলা রয়েছে। তবে রাঙ্গামাটি জেলার মানুষেররা সচেতন বলে একমাত্র করোনামুক্ত এই জেলা। অপরদিকে জেলা প্রশাসনের করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর তৎপরতার কারণে রাঙ্গামাটি জেলাটি বর্তমানে এখনো করোনামুক্ত রয়েছে।
এই ব্যাপারে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা বলেন, করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে আমরা মানুষদের সচেতন করতে দ্রুত কাজ চালিয়ে গেছি। আর স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নিদের্শনা মোতাবেক কাজ চালিয়ে গেছি। এমন কি জেলা উপজেলাসহ ইউনিয়ন পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতনতা সৃষ্টির জন্য কমিটি করেছি। রাঙ্গামাটি জেলায় বিদেশ ও দেশের বিভিন্ন স্থানে ফেরত লোকজনদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে জেলা প্রশাসন থেকে কোয়ারেন্টাইনে থাকাদের কঠোর ভাবে নজরদারীতে রাখা হয়েছে। যার কারণে হয়তো আমরা রাঙ্গামাটি জেলাকে করোনা মুক্ত রাখতে পেরেছি। তবে প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, আইন-শৃঙ্খলা বাহিনী প্রচেষ্টা কিন্তু শেষ কথা নয়, এখানে বসবাসরত প্রতিটি জনসাধারণকে দায়িত্বশীল হতে হবে, সচেতন হতে হবে, সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।
এব্যপারে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, করোনা ভাইরাস সনাক্তের পর পরই রাঙ্গামাটির ৪টি প্রবেশপথ, কাউখালীর গোদারপাহাড়, কাপ্তাই বড়ইছড়ি, ঘাগড়ার রেষ্ট হাউজ চেক পোষ্ট, ও নানিয়ারচরের বেতছড়িতে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নজরদারী রাখা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর ৪টি মোবাইল টিম রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় এলাকায় দিয়ে টহল ব্যবস্থা জোরদার করেছে। ঠিক তেমনী উপজেলাগুলোতেও উপজেলা প্রশাসনের মাধ্যমে কঠোর নজর দারী বাড়ানো হয়েছে। রাঙ্গামাটি যেসব সীমান্তবর্তী উপজেলা রয়েছে সেইসব উপজেলাগুলোতে বিজিবি’র নজর দারী বাড়ানো হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ছাড়া আর কোন যানবাহন রাঙ্গামাটিতে প্রবেশ করতে পারছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যানবাহনের ড্রাইভার ও হেলফারদেরকে স্বাস্থ্য পরীক্ষায় পড়তে হচ্ছে। কোন ধরনের খারাপ লক্ষণ দেখলেই তাদেরকে আটকে দেয়া হচেছ সেখানেই। তাই এখনো করোনা ভাইরাস থেকে মুক্ত রয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা।