দূর্গম সাজেকে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরন করলেন দীপংকর তালুকদার এমপি

194

বাঘাইছড়িঃ-বর্তমান বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমন রোধে নিরাপদে ঘরে থাকাতে কর্মহীন হয়ে পড়া দূর্গম সাজেকে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরন করেছেন রাঙ্গামাটি সাংসদ দীপংকর তালুকদার।
রবিবার (৩ মে) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী দূর্গম গ্রাম উদয়পুর, বেটলিং, থাংনাং এলকার ১৬০ পরিবারের মাঝে সাজেকের ৯নং পাড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার স্বরূপ ২০কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা সাংসদ এমপি বাসন্তী চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখুয়া, বাঘাইছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক গিয়াস উদ্দিন, সাজেক ইউপি চেয়ারম্যান নেলশন চাকমা, সাজেক আওয়ামীলীগের সভাপতি গরেন্দ্র ত্রিপুরা, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ জুয়েল প্রমুখ।
অপরদিকে সাজেকে হামে আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়া বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন দীপংকর তালুকদা এমপি, বাসন্তী চাকমা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এসময় তারা হামে আক্রান্তদের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।