থানচিতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ ২ লক্ষ টাকা মানবতা সহায়তা দিল হেল্পিং হেন্ড সংগঠন

168

থানচি প্রতিনিধিঃ-বান্দরবানে থানচিতে সদ্য আগুনে পুরে যাওয়ার থানচি বাজার ২শত ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পূনরায় দোকান ঘর নির্মানে লক্ষ্যে নগদ দুই লক্ষ টাকা মানবিক সহায়তা দিল হেল্পিং হেল্ড একটি সংগঠন। তাদের পক্ষে থানচি উপজেলা অবস্থানরত মৈত্রী শিশু সদনের পরিচালক ও বিহার অধ্যক্ষ বৌদ্ধ ভিক্ষু উ,ইউচারা ভিক্ষু এই নগদ অর্থ ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৫টা থানচি বাজার অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ স্থানে (প্রাঙ্গন) বাজারের অসহায় ব্যবসায়ীদের উপস্থিতিতে এ নগদ টাকা মানবিক সহায়তা প্রদান করেন । হেল্পিং হেল্ড সংগঠনটি পরিচালক নেহাল আহম্মেদ ও মিসেস্ ফয়জাল রহমান ব্যাংক একাউন্ট মাধ্যমে ঔ বৌদ্ধ ভিক্ষু হাতে দিয়েছেন।
বৌদ্ধ ভিক্ষু হাত থেকে মানবিক সহায়তা গ্রহন করেন থানচি বাজারের বাজার পরিচালনা কমিটি সভাপতি ও আওয়ামী লীগের সিনিয়ন নেতা স্বপন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক জয়না আবেদীন, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি থোয়াইহ্লামং মারমা, থানচি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা উপস্থিত ছিলেন।
থানচি বাজারের আশে পাশে অবস্থানরত মৈত্রী শিশু সদন এর পরিচালক ও বিহার অধ্যক্ষ বৌদ্ধ ভিক্ষু উ,ইউচারা ভিক্ষু বলেন, গত ২৭ শে এপ্রিল এক ভয়াবহ আগ্নিকান্ড আমি নিজেই চোখ দিয়ে দেখিছি। আমিও অনুতপ্ত সুতারাং হেল্পিং হেল্ড সংগঠনের পরিচালক আমার খুবই পরিচিত তাই আমাকে বিশ^াস করে ঐ টাকা দিয়েছেন। সুতারাং আমি হেল্পিং হেল্ড এর সম্পূর্ণ নগদ সহায়তা বাজারের ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেয়া হয়েছে।