রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটির নানিয়ারচরে অস্ত্রসহ শান্তি চুক্তি বিরোধী আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফের (প্রসীত বিকাশ গ্রুপ) সশস্ত্র গ্রুপরে সদস্য অনল চাকমা ওরফে তাকলু চাকমাকে (৩০) আটক করেছে যৌথ বাহিনী। সে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার খুল্যানপাড়ার শান্তিয়া চাকমা’র ছেলে।
জানা যায়, সোমবার (২০ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে নানিয়ারচর উপজেলার খুল্যানপাড়া নামক স্থান হতে ইউপিডিএফের সশস্ত্র সদস্য অনল চাকমা ওরফে তাকলু চাকমাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ, নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
আটক অনল চাকমা ওরফে তাকলু চাকমাকে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার নামে অবৈধ অস্ত্র রাখার অপরাধে মামলা প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।