কাপ্তাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

319

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল চৌধুরী জানান, আউশ মৌসুমকে লক্ষ্য করে সরকার কৃষকদের এই সুবিধা দিচ্ছে। তিনি আরো জানান, চলতি মৌসুমে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নের ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা কর্মসূচির আওতায় প্রতি কৃষককে ৫ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।