খাগড়াছড়িতে আড়াই হাজারেরও বেশি শ্রমিক প্রবেশঃ কোয়ারেন্টিন নিশ্চিত না হওয়ায় উদ্বেগ ও আতংক

208

খাগড়াছড়িঃ-চরম সমন্বয়হীনতার মধ্যে দিয়ে চলছে খাগড়াছড়িতে করোনা ভাইরাস সংক্রমণ কমিটির কার্যক্রম। করোনা সংক্রমণ এড়াতে জেলায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকলেও খাগড়াছড়ি অভিমুখে শ্রমিকদের স্রোত যেন থামছে না। শুক্রবার রাতেও নারায়নগঞ্জসহ দেশেরে বিভিন্ন কারখানায় কর্মরত আরো ১৩শ ৭১ জন শ্রমিক খাগড়াছড়িতে প্রবেশ করেছে। তবে এ নিয়ে গত দুই দিনে দুই হাজার ৬শ ৫৯ জন শ্রমিক খাগড়াছড়িতে প্রবেশ করলেও এ সব শ্রমিকদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে কিনা নিশ্চিত করতে পারেননি খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ। ফলে খাগড়াছড়ি জেলাবাসীর মাঝে বাড়ছে উদ্বেগ ও আতংক।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী এমন পরিস্থিতির জন্য সমন্বয়হীনতাকে দায়ী করেছেন। তবে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এমন অভিযোগ অস্বীকার করে বলেন, সকলের সাথে সমন্বয় করে সব কিছু বাস্তবায়ন করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস করোনা সংক্রমণ রোধে খাগড়াছড়িতে প্রবেশ ও বাহির পথে নিষেধাজ্ঞা জারি করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন। তবে বাস্তবে সে নিষেধাজ্ঞা প্রতিনিয়ত লংঘিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতংক দেখা দিয়েছে।