নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – শ^াসকষ্ট উপসর্গ নিয়ে রাঙ্গামাটি সদর হাসপাতালে আইসোলেশনে থাকা ৫৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের করোনা ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃ মোঃ মোস্তফা কামাল জানান, রাঙ্গামাটি সদর হাসপাতালে আইসোলেশনে থাকা ব্যক্তিটি শ^াসকষ্ট নিয়েই মারা গেছেন। তিনি জানান, মৃত ব্যক্তির রক্তের নমুনা আগে থেকে সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
সে রিপোর্টটি পাওয়ার পর জানা যাবে তিনি করোনামুক্ত ছিলেন কিনা। রিপোর্ট সংগ্রহের পর মৃত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এর আগে গত ১০ এপ্রিল উল্লেখিত ব্যক্তি শ^াসকষ্ট,গলাব্যাথা ও জ¦র নিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হলে ডাক্তাররা তার উপসর্গ দেখে তাকে আইসোলেশন ওয়ার্ডে প্রেরণ করেন।
মৃত ব্যক্তির বাসা রাঙ্গামাটি শহরের রুপনগর এলাকায় বলে জানা গেছে। এ ঘটনায় শহরে আতংক বিরাজ করছে।