রাঙামাটিতে প্রধানমন্ত্রীর দেওয়া ভালবাসা জনগণের মাঝে পৌঁছে দিচ্ছেন পৌর মেয়র

434

নিজস্ব প্রতিবেদকঃ প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে অঘোষিত লকডাউন চলছে পুরো রাঙামাটিতে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো।

এ ক্রান্তি লঘ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র তহবিল থেকে দেওয়া ভালবাসা হিসেবে খাদ্য সামগ্রী জনগণের মাঝে পৌঁছে দিচ্ছেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও প্যানেল মেয়র জামাল উদ্দিনসহ পৌরসভার সকল কাউন্সিলবৃন্দরা।

সোমবার (১৩ এপ্রিল ২০) দুপুর থেকে সন্ধা পর্যন্ত রাঙামাটি শহরের কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ২৩০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র জামাল উদ্দিন ও ৭, ৮, ৯নং,ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর।

পর্যায়ক্রমে সব কয়টি ওয়ার্ডের পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী উপহার দেওয়া হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

এবিষয়ে আকবর হোসেন চৌধুরী জানান, মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে দেয়া গরীব খেটে খাওয়া মানুষদের জন্য পাঠানো এই খাদ্য সমাগ্রীগুলো সকলের মাঝে পৌছে দিচ্ছি। যারা এখনো প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার পাননি, পর্যায়ক্রমে সকলকে পৌঁছে দেওয়া হবে। তিনি সকলকে বাসায় থাকার জন্য আহবান জানিয়ে তিনি আরো বলেন, আপনারা (এলাকাবাসী) বাসায় থাকবেন। আমরা আপনাদের খাবার পৌছে দিবো। দয়া করে কেউ অকারনে বাড়ি থেকে বের হবেন না। নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে হলে এখন একটাই কাজ তা হলো যার যার বাসায় অবস্থান করা। যদি সবাই কিছুদিন নিজেদেরকে ঘরে আটকে রাখতে পারেন, তবে আর এই ভাইরাস আমাদের ক্ষতি করতে পারবে না।

খাদ্য সামগ্রী উপহারকালে জামাল উদ্দিন জানান, সরকারের পর্যাপ্ত পরিমানে খাদ্য সামগ্রী রয়েছে। ওয়ার্ডের একটি মানুষ ও খাদ্য সামগ্রী উপহার থেকে বাদ পড়বে না। সরকারের পক্ষথেকে জেলা প্রশাসকের মাধ্যমে জানানো হয়েছে পৌর এলাকার জন্য আরো খাদ্য সামগ্রী উপহার দেওয়া হবে। পর্যায়ক্রমে সকলের মাঝে খাদ্য সামগ্রী তুলে হবে।

তিনি সরকারের দেওয়া নির্দেশনা মেনে চললে, মহামারি আকারে তা ছড়াতে পারবে না। তাই সবাইকে জনসমাগম থেকে এড়িয়ে চলার জন্য আহ্বান করছি। আপনারা সবাই আল্লাহর নিকট প্রার্থণা করুণ যে আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে যেন রক্ষা করে। আর জনসমাগম থেকে সচেতনতাই পারে আমাদেরকে নিরাপদে রাখতে।

সূত্রে জানা যায়, এখন পর্যন্ত রাঙামাটি পৌর এলাকার ৮ হাজার ৪০০ পরিবারের মাঝে ৮৪ টন খাদ্য বিতরন করা হয়েছে।