করোনা ভাইরাস সংক্রামক মোকাবেলায় বান্দরবানে বাজার কমিটির মনিটরিং

214

বান্দরবানঃ-করোনা ভাইরাস সংক্রামক মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে বান্দরবানের বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে রবিবার সকালে বান্দরবান বাজার তদারকি কমিটির সদস্যরা বাজারের বিভিন্নস্থান পরিদর্শন করে এবং সাধারণ জনসাধারণকে নিয়ম মেনে বাজার করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। এসময় বান্দরবানের মারমা বাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলোভাবে বসে ব্যবসা পরিচালনাকারী দোকানদারদের নির্দিষ্টস্থানে বসার জন্য অনুরোধ জানান বাজার তদারকী কমিটির সদস্যরা। করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব মেনে ব্যবসা পরিচালনা করার পাশাপাশি কাজ শেষে অবশ্যই বাড়ীতে অবস্থানের অনুরোধ জানায় বান্দরবান বাজার তদারকী কমিটির সদস্যরা।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই চ প্রু মাষ্টার, বাজার চৌধুরী মংক্যচিং চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য ক্যসাপ্রু মার্মা, পৌসভার প্যানেল মেয়র দিলিপ বড়ুয়া উপস্থিত ছিলেন।