আবারোও কাপ্তাইয়ে জেলা পরিষদের ত্রান পেলো ১হাজার ৬শত পরিবার

168

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-করোনা ভাইরাস সংক্রমণরোধে কর্মহীন হয়ে পড়া রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ১হাজার ৬শত হতদরিদ্র পরিবারের মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ হতে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে এই ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়। এই সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াই চিং মারমা, সদস্য শান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিনসহ স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যরা উপস্হিত ছিলেন।
জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মারমা জানান, ২য় ধাপে কাপ্তাই উপজেলায় ১৬ টন চাল বিতরণ করা হয়েছে এবং ১ হাজার ৬শত পরিবার এই সহায়তা পেয়েছে। তার মধ্যে ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে ৩০০ পরিবার, ২নং রাইখালী ইউনিয়নে ৩৫০ পরিবার, ৩নং চিৎমরম ইউনিয়নে ৩০০ পরিবার, ৪নং কাপ্তাই ইউনিয়নে ৩৫০ পরিবার এবং ৫নং ওয়াগ্গা ইউনিয়নে ৩০০ পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়েছে।