শাহ আলম, রাঙামাটি>>> রাঙামাটিতে করোনার থাবায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি ৪০০টি পরিবারকে রাঙামাটি জেলা ছাত্রলীগের পক্ষথেকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া দেওয়া হবে।
খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রথম পর্যায়ে আজ মঙ্গলবার (৭এপ্রিল২০) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের আসামবস্তি, রিজার্ভ বাজারসহ বিভিন্ন এলাকায় কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে ১২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়।
প্রতিদিন পর্যায়ক্রমে জেলা ছাত্রলীগের পক্ষথেকে আরো ৪শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হবে জানিয়েছেন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।
বাড়ি বাড়ি গিয়ে আজকের খাদ্য সামগ্রী উপহার কার্যক্রমে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা অংশ নেয়।
খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পেঁয়াজ, সাবান, আলুসহ অন্যান্য নিত্যপ্রয়োজনী দ্রব্যাদি উপহার দেওয়া হয়।
এসময় নেতৃত্ববৃন্দরা জানান, দেশের এই ক্রান্তিলগ্নে দেশ ও দশের স্বার্থে আমাদের আরও ধৈর্যশীল হওয়া বাঞ্ছনীয়। সংগঠনের উদ্যোগে এই বিপদের সময় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। আমাদের এ সহযোগিতা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানায় সংগঠনের নেতৃবৃন্দরা।