লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়িঃ-খাগড়াছড়ি জেলা সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন রবিধন পাড়া। সেখানে নেই কোন স্বাস্থ্য সেবা দেওয়ার বা নেওয়ার কোন ব্যবস্থা নেই। শুক্রবার (৩ এপ্রিল) হামসহ নানা রোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ করাসহ দূর্গম পাহাড়ি জনপদে ১৫০ পরিবারের মধ্যে পুষ্টি কর খাবার ও ত্রাণ নিয়ে ছুটে গিয়ে খাগড়াছড়ি জেলা আ’লীগের সভাপতি ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এছাড়াও জনপ্রতিনিধিদের মধ্যে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য এড্ আশুতোষ চাকমা, জুলেয় চাকমা, পার্থ ত্রিপুরা (জুয়েল) আ’লীগে নেতা চন্দন দে, নিরোধপল খীসা, নুরুল আজম, তাপস ত্রিপুরা, অনন্ত ত্রিপুরা, সদর আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত দাশ রায়, ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, রবিধনপাড়া এলাকার মেম্বার শান্তিময় চাকমা, কার্বারী উপস্থিতিতে স্থানীয়দের মাঝে করোনা সচেতনতা ও প্রতিরোধে পুষ্টি কর খাবার ও ত্রাণ বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, পাহাড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। আগামী দূর্গম এই জনপদে প্রায় ৮ থেকে ১০ গ্রামের মানুষের বসবাসরত সরকারের স্বাস্থ্য সেবার হাম সহ যে সব টিকা গুলি যাহাতে এলাকাবাসী গ্রহন করে সেজন্য জনপ্রতিনিধি ও কার্বারী নিশ্চিত করতে হবে।