নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ১ একর জমিতে চাষ করা অবৈধ গাঁজা ক্ষেত শনাক্ত ও ধ্বংস করেছে সেনাবাহিনী।
আজ বুধবার (১ এপ্রিল ২০২০) সকাল ৯টায় নানিয়ারচর জোনের অধীনস্থ জুরাপ্পাপাড়া আর্মি ক্যাম্প হতে নিরাপত্তা বাহিনীর একটি টহল দল জুরাপ্পাপাড়া ক্যাম্পের প্রায় ৩ কি: মি: উত্তরে তৈন্যপাড়া নামক দুর্গম পাহাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে গাঁজা খেত শনাক্ত ও সেনা সদস্যরা বিপুল পরিমাণ শনাক্তকৃত এ চাষকৃত গাঁজার গাছ জ্বালিয়ে ধ্বংস করে।


গাঁজা খেত শনাক্ত ও ধ্বংসকরণ বিষয়ে নানিয়াচর জোন কমান্ডার জানান, গয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি গহীন অরণ্য ও দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে জনবসতি তুলনামূলক কম এইরকম জায়গায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা গাঁজা চাষ করেছে। তারই ধারাবাহিকতায় আজ তৈন্যপাড়া নামক দুর্গম পাহাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে গাঁজা খেত শনাক্ত ও গাঁজার গাছ জ্বালিয়ে ধ্বংস করা হয়।