নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি- রাঙ্গামাটির বাঘাইছড়িতে গলায় ফাঁস দিয়ে শাবনুর আক্তার(১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার রাতে বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের বরাদম মুসরিম ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।
শাবনুর একই এলাকার ুমানিক মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে মানিকের সাথে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী এলাকার বাসিন্দা শাবনুরের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বুধবার রাতে পারিবারিক কলহের জের ধরে শাবনুর আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীর ধারনা করছে।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএমএ মঞ্জুর আলম বলেন, স্থানীয়দের দেয়া তথ্যমতে আমরা ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মযনাতদন্তের জন্য খাড়গাছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর প্রতিবেদন দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।