বাঘাইছড়িতে দৃর্বৃত্তের গুলিতে জেএসএস সংস্কারপন্থী নেতা নিহত, গুলিবিদ্ধ আরো ১ নারী

333

 

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে জেএসএস- সংস্কারগ্রুপ নেতা দুদর্ব চাকমা নিহত(৪৫) নিহত হয়েছে গুলিবিদ্ধ আরো এক নারী। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রুপকারী ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। গুলিবিদ্ধ নারী দুর্দব চাকমার স্ত্রী বলে জানা গেছে।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঘাইছড়ি রুপকারী এলাকায় এ প্রতিপক্ষের গুলিতে একজন নিহত ও এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য পুলিশের একটি টিম পাঠানো হবে বলে জানান তিনি।

হত্যাকান্ডের ঘটনায় জেএসএস সংস্কার এমএন লারমা গ্রুপের পক্ষ থেকে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করা হয়েছে।

ঘটনার বিবরনে এলাকাবাসী জানান, বুধবার রাতে বাঘাইছড়ি থানা থেকে কয়েক কিলোমিটার দুরে রুপকারী ইউনিয়ন নিজ বাসায় খাওয়া শেষে বাসায় অবস্থানকালে জেএসএস সংস্কারপন্থী নেতা দুর্দব চাকমার বাসায় অতর্কিত হামলা চালানো হয় এবং ব্রাশ ফায়ার করে দৃর্বৃত্তরা এ সময় ঘটনাস্থলেই দুর্দব চাকমা নিহত হয়। এসময় তার স্ত্রী ও পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

এ ঘটনায় বাঘাইছড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে।