শাহ আলম, পাহাড়ের আলো ডট কম, রাঙামাটি>> রাঙ্গামাটি শহরের চম্পকনগর ও রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকা এবং রিজার্ভমূখ এলাকায় অভিযান চালিয়ে সম্প্রতি ভারত ফেরত ২জন নিয়ম অনুযায়ী হোম কোয়ারান্টাইনে না থেকে উন্মুক্ত স্থানে ঘোরাফেরা করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ১ জনকে ১০ হাজার ও অন্যজনকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
রাঙ্গামাটি জেলার ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ বলেন, যাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে তারা হোম কোয়ারেন্টাইনে না থেকে অবাধে চলাফেরা করছেন, এমন সংবাদ পেয়ে আমরা অভিযান চালাই। রিজার্ভ বাজারে এসে দেখতে পাই একজন বাজারে মাছ বিক্রি করছেন। তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে চম্পকনগরে অন্য একজন প্রতিবেশীর বাসায় ঘুরতে যাওয়ায় তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, হোম কোয়ারেন্টাইনের নিয়মকানুন যারা না মেনে চলবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গতঃ করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে বিদেশফেরত ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু বিভিন্ন স্থানে বিদেশফেরত প্রবাসীরা সরকারের এ নির্দেশ মানছেন না। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
ইমিগ্রেশনের তথ্যমতে, গত ১ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে রাঙ্গামাটিতে ২৪৩ জন এলেও মাত্র নয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখতে পেরেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বাকি ২৩৪ জন তথ্য গোপন করে অবস্থান করছে বিভিন্ন স্থানে। তাদের অবস্থান শনাক্ত করতে জেলায় কমর্রত সবগুলো গোয়েন্দা সংস্থা একযোগে কার্যক্রম শুরু করেছে।