থানচিতে মায়ানমার ফেরত ২ জনকে কোয়ারেন্টাইনে পর্যবেক্ষনে

222

শহীদুল ইসলাম (শহীদ), থানচিঃ-বান্দরবানের সিমান্তবর্তি উপজেলা থানচিতে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বিদেশ ফেরত ২ ক্ষুদ্র-নৃগোষ্ঠিকে হোম-কোয়ারেন্টাইনে পর্যবেক্ষনে রাখা হয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য বিভাগে।
গত ১৪ মার্চ মায়ানমার থেকে বিমানে বাংলাদেশের অবতরন করেন এবং ১৫ ই মার্চ থানচি বলিপাড়া নিজ বাড়ীতে অবস্থান করেছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদেরকে হোম কোয়ারেন্টাইনের নিয়মাবলী পালন করতে বলা হয়েছে।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল নোমান থেকে ফোনে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু বিদেশ ফেরত তারা তাই তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইন না থাকায় তাদের ২জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষনে রাখা হয়েছে এবং করোনা বিষয় সংক্রান্ত হট লাইন চালু করা হয়েছে যার নাম্বার ০১৮১৮ ২৮৬৮২৮ যা সার্বক্ষনিক চালু থাকবে।
জানা যায়, গত মাসে তারা ২জন মায়ানমারের তিথস্থার্নে ভ্রমনে গিয়েছিল সেখান থেকে ১৪ই মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বাংলাদেশে আসে আর ১৫ই মার্চ নিজ বাড়ি উপজেলার বলিপাড়া ইউনিয়নের নিজ বাড়িতে বসবাস করছিল খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনের ব্যাবস্থা না থাকায় হাসপাতালে হাসপাতাল কোয়ারেন্টাইনে ১৪ দিনের পর্যবেক্ষনে রেখেছে।