বান্দরবানঃ-বান্দরবানে অভিনব কায়দায় ইয়াবা পাঁচারকালে ২জন নারীকে আটক করেছে পুলিশ। তারা হলেন, অংমে রাছার মেয়ে হ্লাচিং মে চাকমা (২৭) ও কেউচসিং চাকমার স্ত্রী উক্যাংচিং তঞ্চঙ্গ্যা (২৮)। তাদের উভয়ের বাড়ি কক্সবাজার জেলার উখিয়ার মোচাং খোলায়।
বুধবার (১৮মার্চ) সকালে প্রেস ব্রিফিং এ বান্দরবান সদর থানা পুলিশ এ তথ্য জানান।
পুলিশ জানায়, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী ও এসআই জাহিদুল ইকবাল এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান বাসস্টেশনের পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালায়। সেখানে অভিনব কায়দায় পেন্টের মধ্যে সেলাই করে বিভিন্ন ধাপে ১৩টি প্যাকেটে ২ হাজার ৬শ পিচ ইয়াবা বহন করে নিয়ে যাবার সময় পুলিশ তল্লাশি করে ইয়াবাসহ দুই নারীকে আটক করে। পরে তল্লাশী চালিয়ে তাদের পড়নের কাপড়ে বিশেষ কায়দায় সেলাই করা পায়জামা থেকে ১৩টি প্যাকেট উদ্ধার করা হয় যার মধ্যে ২৬শ পিস ইয়াবা টেব্লেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা টেব্লেটের মূল্য অনুমানিক সাত লক্ষ আশি হাজার টাকা হবে বলে জানান এই কর্মকর্তা।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজা সরোয়ার বলেন, ২ হাজার ৬শ পিচ ইয়াবাসহ ২জন নারীকে আটক করা হয়েছে। তারা পেন্টের পকেটে অভিনব কায়দায় সেলাই করে ধাপে ধাপে এ ইয়াবা পাচার করছিল। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক মুক্ত সমাজ গড়তে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।