জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের শ্রদ্ধা

929

নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টায় কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিপংকর দে ও সাবেক সাংগঠনিক সম্পাদক   মোঃ দিদারুল আলম দিদারের নেতৃত্বে ছাত্রলীগের নেতৃবৃন্দরা কলেজের মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীরা ফুল দিয়ে পুষ্প মাল্য অর্পনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান।

এসময় কলেজ ছাত্রলীগের সম্পাদক ও অন্যান্য সম্পাদক মন্ডলীরাসহ কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন। চলতি বছর এ মহান নেতার জন্মশতবর্ষ।