হারাধন কর্মকার, রাজস্থলীঃ-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদ্যাপিত হয়েছে।
মঙ্গলবার (১৭ই মার্চ) দিবসটি উপলক্ষে সকাল ১০ ঘটিকার সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুস্পমাল্য অর্পণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, ভাইস-চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান, ও সি তদন্ত সৈয়দ ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক পুচিমং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম পাটোয়ারী, মহিলা আ.লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবু জাফর, আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা বেগমসহ সরকারি, বেসরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭ ঘটিকার সময় মুজিব বর্ষ উদ্যাপনের কেন্দ্রিয় উদ্বোধনী অনুষ্ঠান প্রচারের সাথে সাথে উপজেলা গনমিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিনের কেক কাটা হয়।
এদিকে, রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা আ.লীগের উদ্যোগে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদ্যাপিত হয়েছে। গত ১৭ই মার্চ মঙ্গলবার দিবসটি উপলক্ষে সকাল ১০ ঘটিকার সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুস্পমাল্য অর্পণ কালে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, ভাইস-চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, আইন বিষয়ক সম্পাদক সামশুল আলম, প্রচার সম্পাদক হারাধন কর্মকার, মহিলা আ.লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অংসুইছাইন মারমা, ইউপি সদস্যা গৌতমী খেয়াং, হেডম্যান চাথোয়াইনু মারমাসহ আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।