বাঘাইছড়িতে জাতির জনকের জন্মশতবর্ষ যথাযথ মর্যাদায় উদযাপিত

200
rbt

বাঘাইছড়িঃ-বাঘাইছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধুর ১শত তম জম্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন পৃথক ভাবে জম্মশতবর্ষ পালন করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) প্রথম পহরে সকাল ৮ ঘটিকার সময় উপজেলা আওয়ামীলীগ চৌমুহনীস্থ দলীয় কার্যালয়ে জাতিয় সংঙ্গিত পরিবেশনের মাধ্যমে জাতিয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করে অনুষ্টান সম্পূর্ণ করেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলা প্রশাসনের মিলনায়তন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্মশতবর্ষ বেশ জাকজমক ভাবে পালন করেছেন।
সকাল ৯ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া আলোচনা সভা শেষে, কেক কাঁটা সহ নানা আয়জনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ১শত তম জন্মদিন অনুষ্ঠান উদযাপন করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।
এছাড়াও এই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়, মার্কেটসহ সকল সরকারী বেসরকারী স্থাপনায় করা হয়েছে আলোকসজ্জ্বা। জম্মশতবর্ষ উপলক্ষে আলোকসজ্জায় সজ্জিত পাহাড়ি জনপদ বাঘাইছড়ি উপজেলা সেজেছে নতুন উম্মদনায়।যার অক্লান্ত পরিশ্রম ও একমাত্র কৃতিত্বপূর্ণ প্রচার প্রচারনায় জনগনকে উৎসাহিত করে তুলেন আলোকসজ্জা, পরিস্কার পরিছন্ন উপজেলায় রুপদেন নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। উপজেলা প্রশাসনের আনুষ্টানে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু, উপজেলা ভাইস চেয়ারম্যান গণ, মেয়র বাঘাইছড়ি জাফর আলী খান, মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুর সবুর, প্রেস ক্লাব সভাপতি দিলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুনসহ স্থানীয় বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষকসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। আওয়ামীলীগসহ উপজেলা প্রশাসনের পক্ষে পৃথক পৃথক ভাবে মসজিদ, মন্দির, পেগডা, এতিম খানায় দোয়া ও প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে।