বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে রাঙামাটিতে পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা

547

শাহ আলম, রাঙামাটি>> জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) পালন উপলক্ষে রাঙামাটিতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তপাতহীন, সেলাইবাহিন ও ছানি অপারেশনে

চক্ষু সেবার আয়োজন করা হয়েছে। এতে সেবা প্রদান করেছেন চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাঃ শেখ মোহাম্মদ মুরাদ।

আজ মঙ্গলবার(১৭ মার্চ) সকাল ১০টায় রাঙামাটি শহরের বনরুপা আলিফ মার্কেট প্রাঙ্গনে
বিনামূল্যে চক্ষু শিবিরের শুভ উদ্বোধন করেন, রাঙামাটির স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

এসময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সোলাইমান চৌধুরী, সাধারণ সম্পাদক মনসুর আলী, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় ডাঃ শেখ মোহাম্মদ মুরাদ জানান, রাঙামাটিতে আগামী ৬মাসের মধ্যে চক্ষু থিয়েটারের নির্মানের পরিকল্পনা চলছে। চক্ষু থিয়েটারের নির্মানে সকলকে সহযোগিতার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি বলেন, পাহাড়ী-বাঙ্গালী নারী-পুরুষকে চক্ষু অপারেশনের জন্য আজকের দিনব্যাপী চক্ষু শিবির। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে মেহনতি মানুষের জন্য আজকের এ চক্ষু সেবা দানের মাধ্যমে ক্ষুদ্র প্রয়াসে কিছুটা হলেও মানুষের কাজে আসবে। তিনি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন। এই মহতি কর্মে সার্বক্ষণিক যাঁরা মনিটরিং যোগাযোগ ও অনুপ্রেরণা যোগিয়েছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সকাল ১০টা থেকে বেলা৫টা পর্যন্ত প্রায় ১হাজার চক্ষু রোগীকে এ সেবা দেয়া হয়। এই মহতি উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ জনগন।