করোনা ভাইরাসসহ দুর্যোগ-মহামারী থেকে সুরক্ষা লাভের আশায় রাঙ্গামাটিতে মিলাদ ও দোয়া মাহফিল

188

শেখ ইমতিয়াজ কামাল ইমনঃ-করোনা ভাইরাসসহ বিভিন্ন দুর্যোগ-মহামারী থেকে দেশ ও জনগণের সুরক্ষায় আল্লাহর রহমত লাভের আশায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে রাঙ্গামাটি শহরের বনরূপা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটি।
এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রামের প্রবীন সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাহবুব এলাহী শিকদার, জেলা গাউছিয়া কমিটির সদস্য সচিব মোঃ আবু সৈয়দ, পৌর কাউন্সিলর মিজানুর রহমান বাবু ও হেলাল উদ্দিন প্রমুখ। এতে জেলা শহরের বিভিন্ন মসজিদের ইমাম-খতিবগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে খতমে কোরআন, কসিদায়ে বোরদা খতমসহ বিভিন্ন দোয়া দরুদ পাঠ করা হয়।
পরে মিলাদ মাহফিলে বক্তারা কোন রোগ-বালাই দেশে-বিদেশে মহামারী আকার ধারণ করলে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে দোয়ার আয়োজন করি, করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় আমরা আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং সর্বস্তরের লোকের জন্য দোয়া করেছি যাতে আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করেন এবং করোনা ভাইরাসের হাত থেকে আমাদের সকলকে রক্ষা করেন।