থানচিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশ্বে হেডম্যান কারবারি পরিষদ

278

শহীদুল ইসলাম (শহীদ), থানচিঃ-থানচি উপজেলার উপর নাইদারী পাড়া গতকাল সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত্র পরিবার নাসিং অং মারমা কারবারির পাশ্বে সহযোগিতার হাত বাড়ালেন থানচি উপজেলাধীন ইউপি চেয়ারম্যান ও সদস্য হেডম্যান কারবারী কল্যাণ পরিষদের সদস্য এবং সিএইচটি নের্টওয়ার্কের সাংগঠনিক সম্পাদক মুইশৈথুই মারমা।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় অগ্নিকান্ডস্থলে পরিদর্ষনের সময় সাথে ছিলেন অংশাথুই মারমা হেডম্যান, থানচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ ক্ষতিগ্রস্থ পরিবার প্রধান নাসিং অং মারমা কারবারী ও পাড়ার জনসাধারনবৃন্দ।
এবিষয়ে তিনি বলেন, আগুনে লাগার খবর পেয়ে বান্দরবান বোমাং সার্কেল, হেডম্যান কারবারী কল্যাণ পরিষদ ও সভাপতি সভাপতি সাবেক রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা প্রধান করা হয়।