বান্দরবানঃ-বান্দরবানের চিম্বুকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বান্দরবান সেনা জেনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার ওয়াই জংশন আর্মি ক্যাম্প থেকে দক্ষিনে ৯ কিলোমিটার দূরে ৫নং টংকাবতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চিম্বুক পাবলা হেডম্যান পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল আখতার উস সামাদ রাফি বিএসপি, পিএসসি এর নির্দেশনায় এই ত্রাণ বিতরণ করা হয়। এসময় ত্রান বিতরণ কালে বান্দরবান সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আঃ রব শেখ ২৬ বীর এর নেতৃত্বে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা, ১০ কেজি চাউল, ২ কেজি ডাল, ২ কেজি তৈল ও ৩ কেজি আটা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে বান্দরবানের চিম্বুক পাবলা হেডম্যান পাড়ার থংপ্রে ম্রো (২৯) পিতাঃ মৃত ইয়াংয়া ম্রো এর বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেলে ও কোন হতাহতের ঘটনা ঘটেনি।