বাঘাইছড়ির সাজেক-উদয়পুর নির্মাণাধীন সড়ক ও বরকল ঠেগামুখ স্থলবন্দর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

668

রাঙ্গামাটিঃ-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার প্রস্তাবিত সীমান্ত সড়ক প্রকল্প, বাঘাইছড়ির দূর্গম সাজেক-ইদয়পুর নির্মাণাধীন সড়ক ও বরকলের ঠেগামুখ স্থলবন্দর ও বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু বাস্তবায়নের কাজ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে সাড়ে ১১টার দিকে সাজেকের সিজকছড়া থেকে সাজেকের উদয়পূর ২০ কি.মি. নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেন মন্ত্রী। এসময় তিনি সড়কের বিভিন্ন জায়গার ঘুরে দেখেনে এবং খোঁজ খবর নেন।
পরে বাঘাইছড়ি উপজেলার সাজেকের নির্মাণাধীন সড়ক পরিদর্শন শেষে প্রস্তাবিত রাঙ্গামাটির বরকল উপজেলার হরিণা তেগামুখ স্থলবন্দরের এলাকা পরিদর্শনের উদ্যোশ্যে দুপুর ২টায় সাজেক ত্যাগ করেন।
রাঙ্গামাটির বরকলের ছোট হরিণা ব্যাটালিয়ন-১২ বিজিবির ঠেগামুখ বিওপিতে হেলিকপ্টার যোগে অবতরণ করে নির্মানাধীন সীমান্ত সড়কের একাংশ এবং স্থলবন্দর ও বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর বাস্তবায়নের কাজ পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। উক্ত নির্মাণাধীন সড়ক প্রকল্পের কাজ করছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোর এর ২০ ইসিবি।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্বরাষ্ট মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, র‌্যাব মহাপরিচালক মোঃ বেনজির আহমেদ, খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম পিএসসি, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবিরসহ বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রকল্প কাজ পরিদর্শনকালে ২৬ ইসিবির মেজর সাখাওয়াত, প্রস্তাবিত সীমান্ত সড়ক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্রিফিং প্রদান করেন। পরে পরিদর্শন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সকলকে ধন্যবাদ জানান।
এর আগে ঠেগামুখ বিওপিতে হেলিকপ্টার যোগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবতরণ করলে বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার ও ছোট হরিণা ব্যাটালিয়ন অধিনায়ক, তার সফরসঙ্গীদেরকে অভ্যর্থনা জানান।
পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সফর সঙ্গীসহ হেলিযোগে বাকলাইপাড়া সেনা ক্যাম্পের উদ্দেশ্যে ঠেগামুখ ত্যাগ করেন।