রাঙামাটি বাক-শ্রবন (বধির) বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দাশ বাদার্স লাইব্রেরীর পাঠবই ও শিক্ষা উপকরণ বিতরণ

400

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি বাক-শ্রবন (বধির) বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষায় গতিশীল করার লক্ষ্যে দাশ বাদার্স লাইব্রেরীর পক্ষথেকে পাঠবই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ই মার্চ ২০) বিকাল ৪টায় রাঙামাটি জেলা প্রশাসকের অফিস কক্ষে দাশ বাদার্স লাইব্রেরীর স্বত্ত্বাধীকারী স্বর্গীয় মধাব চন্দ্র দাশ এর কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সুবাস দাশ (টুকু) বাক-শ্রবন (বধির) বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম’র হাতে এই পাঠবই ও শিক্ষা উপকরণ তুলে দেয়।

এসময় রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি বধির কল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ নাসিরসহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি রাখাল চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী ও সহকারি শিক্ষক টিনা চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দাশ বাদার্স লাইব্রেরীর পক্ষথেকে রাঙামাটি বাক-শ্রবন (বধির) বিদ্যালয়ে সর্বমোট ৪০টি পাঠবইসহ নানা ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হয়।