রাঙ্গামাটিঃ-প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ’ এর অংশ হিসেবে রাঙ্গামাটি বিলাইছড়ি উপজেলার দূর্গম ফারুয়া ইউনিয়নের হতদরিদ্র পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ২০১৯-২০২০ অর্থ বছরের টেস্ট রিলিফ (টিআর-কাবিখা) প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৯৭টি গরিব-দুস্থ ও ৪টি প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ প্যানেল বিতরণ করা হয়।
সোমবার (৯মার্চ) সকালে বিলাইছড়ির ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশন কার্যালয়ে ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা ও বিলাইছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা পারভেজ চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে সোলার প্যানেলগুলো বিতরণ করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ শাহীদুল ইসলাম, ২নং ওয়ার্ড মেম্বার কিরন তঞ্চঙ্গ্যা, ৩নং ওয়ার্ড মেম্বার শান্তি কুমার তঞ্চঙ্গ্যা, ৪নং ওয়ার্ড মেম্বার নিরনজয় তঞ্চঙ্গ্যা, ৫নং ওয়ার্ড মেম্বার সিদ্ধার্থ চাকমা, ৭নং ওয়ার্ড মেম্বার যতিন কান্তি তঞ্চঙ্গ্যা, ১,২,৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার রান্যাবী তঞ্চঙ্গ্যা, ইউপি সচিব সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা ও ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশনের কর্মকর্তা কলিন চাকমা উপস্থিত ছিলেন।
ইতিপূর্বে উপজেলার ফারুয়া ইউনিয়নের বিভিন্ন হত দরিদ্র পরিবার, শিক্ষা, ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠানে সোলার প্যানেল প্রদান করা হয়েছে। এছাড়া জনগুরুত্বপূর্ণ স্থানে স্টীট লাইট স্থাপন করা হয়েছে। আগামীতে ইউনিয়নের সোলার বিহীন দূর্গম এলাকাগুলো আলোকিত করতে পর্যায়ক্রমে সোলার প্যানেল প্রদান করা হবে বলে জানান, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।