বান্দরবানে পর্যটন শিল্পের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করা হবে-মোঃ জাবেদ আহমেদ

222

বান্দরবানঃ-বান্দরবানের পর্যটন শিল্প বিকাশের জন্য মাস্টার প্লানের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও মো.জাবেদ আহমেদ। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখিত ভাবে আমাদের সুনিদিষ্ট করে বলেছেন বান্দরবান কে সুন্দর ভাবে সাজাতে নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের ৬৪ জেলা থেকে সবচেয়ে বেশি পার্বত্য জেলা বান্দরবান কে গুরুত্ব দিয়ে মহা পরিকল্পনা গ্রহণ করা হবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে পর্যটন শিল্পের বিকাশে মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বান্দরবানে মাঠ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম এর সভাপতিত্বে মাঠ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও মো. জাবেদ আহমেদ।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি উন্নয়ন শীল দেশ হিসেবে অনেকাংশ এগিয়েছে। যদি ও বা পর্যটন খাতটা কে আমরা এখনো পর্যন্ত তেমন একটা পর্যায়ে বিবেচনা করতে পারি না। যদিও বা বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা কেন্দ্রীক পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই আমাদের সেই সব সম্ভাবনার জায়গা গুলোতে বিশ্বের বিভিন্ন পর্যটকের কাছে ছড়িয়ে দিতে মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। বিশেষ করে পর্যটন খাতে বাংলাদেশের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে।
পর্যটন শিল্প বিকাশ ও মহাপরিকল্পনা বাস্তবায়নের টিম লিডার বেনজামিন ক্যারি বলেন, আমরা এই মাস্টার প্ল্যানটি তৈরি করছি বাংলাদেশের পর্যটন খাত বিকাশের জন্য। আজ আমরা আপনাদের বান্দরবানে হাজির হয়েছি আপনাদের সকলের মতামত নিতে যাতে করে মাস্টার প্ল্যানটি সঠিক ভাবে বাস্তবায়ন করা যায়। আর আমি মনে করি বাংলাদেশে পর্যটনের প্রচুর সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে সঠিক ভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করতে পারবে।
এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, পর্যটন শিল্প বিকাশ ও মহাপরিকল্পনা বাস্তবায়নের টিম লিডার বেনজামিন ক্যারি, উপ-দলনেতা মো. নুরুল ইসলাম নাজেম, ইন বাউন্ড ট্যুরিজম বিশেষজ্ঞ মো. তৌফিক রহমান, নগর পরিকল্পনা বিশেষজ্ঞ শামাউন আলনূর, ট্যুরিজম বিশেষজ্ঞ নোভার্ট, মার্কেটিং বিশেষজ্ঞ নিনোসহ বান্দরবানে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন পর্যটন সংশ্লিষ্টরা।