জুরাছড়ি প্রতিনিধিঃ-যুগ যুগ ধরে নারীর অধিকার আদায়ের আন্দোলনের ফলেই তারা আপন ভাগ্য জয় করে এগিয়ে চলেছে নারীরা। তাদের সাফল্যের কীর্তিগাথা এখন সর্বত্র। আগে নারীর ক্ষমতায়ন ছিল বিলাসী স্লোগান; এখন আনন্দময় বাস্তবতা। নারীরা এই সংগ্রামের চুড়ান্ত বিজয় অর্জনে যে পথ পরিক্রমণ করতে হচ্ছে, তা কুসুমাস্তীর্ণ নয় মোটেও।
জুরাছড়ি উপজেলাই আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভায় বক্তারা একথা বলেন। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন করা হয়। প্রজম্ম হোক সমতার সকল নারীর অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউল, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃমাহফুজুর আহম্মেদ, সমবায় কর্মকর্তা শ্যামল চক্র বত্তি, মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা উপস্থিত ছিলেন।
আলোচনা বক্তারা বলেন, নারীরা বর্তমানে শুধু পেশাগত কাজেই নয়; রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও তারা গুরুত্বপূর্ন অংশগ্রহণ বেড়েছে।
সভায় বক্তারা নারী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এছাড়া পার্বত্য এলাকায় নারীদের বৈষম্য ও বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক ভাবে সচেতনতার মাধ্যমে প্রতিরোধে আহ্বান জানানো হয়।