রাঙ্গামাটিঃ-আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে জুম্ম নারীর সমঅধিকার ও সমমর্যাদা নিশ্চিত করুন এবং পাবর্ত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হউন এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক রিতা চাকমার সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রিনা চাকমা সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সদস্য এ্যাডভোকেট সুস্মিতা চাকমা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সাবেক সাংসদ সদস্য উষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির স্টাফ সদস্য আশিকা চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে নারীরা পার্বত্য চট্টগ্রামের শাসনতান্ত্রিক ব্যবস্থা থেকে বঞ্চিত। পার্বত্য চুক্তির চুক্তি আগে নারীরা যে আন্দোলন করেছে চুক্তির পরেও তাদের আন্দোলন করতে হচ্ছে। চুক্তি পুর্ণ বাস্তবায়নের মধ্যদিয়ে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
বক্তারা আরো বলেন, নারীরা আজ ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী নির্যাতন ব্যাপক হারে বেড়ে গেছে। প্রতিনিয়ত কোথাও না কোথাও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এতে করে নারীরা কোনখানে নিরাপদ নয়। তাই নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাসহ পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী নির্যাতন বন্ধ করে সকল ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকাল ১১ টায় নারী বিবর্তন হল রুমে স্থানীয় বেসরকারী সংস্থা প্রোগ্রেসিভ, সিএইচটি ওমেন এক্টিভিস্ট ফোরাম, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক, নারী হেডম্যান-কার্বারি নেটওয়ার্ক এর আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রোগ্রেসিভর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, নারী নেত্রী নুকু চাকমাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।