নারীর অধিকার নিশ্চিত করা সমাজের সবার নৈতিক দায়িত্ব-এ, কে, এম মামুনুর রশিদ

220

শেখ ইমতিয়াজ কামাল ইমনঃ-রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ‘প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও রাঙ্গামাটি মহিলা বিষয়ক অধিপ্তরের আয়োজনে ও জাতীয় মহিলা সংস্থার ও বেসরকারী সহযোগী উন্নয়ন সংগঠন সমূহের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ, কে, এম মামুনুর রশিদ। এ সময় জলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মনোয়ারা জসিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, বিআরডিবি’র ডিডি সুপ্রভা চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ, কে, এম মামুনুর রশিদ বলেন, নারীর অধিকার নিশ্চিত করা সমাজের সবার নৈতিক দায়িত্ব। নারীদের পিছিয়ে ফেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই বৈষম্য সৃষ্টি না করে নারী-পুরুষ সকলে মিলে এগিয়ে যেতে পারলে দেশ ও জাতি উন্নয়নের দিকে অনেক দূর এগিয়ে যাবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেন, নারী মুক্তির আন্দোলন একটি রাজনৈতিক আন্দোলন। নারী দিবসে আজ সারা দেশে নারী জাগরন সৃষ্টি হয়েছে, আর তা সম্ভব হয়েছে প্রধান মন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। বাংলাদেশে প্রগতিমনা নারীদের হাত ধরেই অসংখ্য আন্দোলন গড়ে ওঠেছে। তবে, সমাজতান্ত্রিক-বৈষম্যহীন-শোষণমুক্ত সমাজ বিনির্মাণ ছাড়া নারীর পূর্ণ মুক্তি সম্ভব নয়।