নাইক্ষ্যংছড়ি আওয়ামীলীগ উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

173

নাইক্ষ্যংছড়িঃ-নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি যথাযথ সম্মানের সাথে পালিত হয়েছে। ইউনেস্কো স্বীকৃত ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্থান পাওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালন করে উপজেলা আওয়ামীলী ও অঙ্গ-সহযোগি সংগঠন ।
শনিবার (৭ মার্চ) সকাল ৭টার দিকে দলীয় কার্যালয়ে আওয়ামীলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নিজ নিজ দলীয় কর্মীদের উপস্থিতিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোঃ শফি উল্লাহ, সহ-সভাপতি ও সা: সম্পাদক মোঃ ইমরান মেম্বারের নেতৃত্বে মিছিল করে চির জাগ্রত বাংলাদেশ চত্বর এসে পৌঁছে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পক অর্পণ করেন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা। এরপর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম ও কলেজ ছাত্রলীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক পদ প্রার্থী ইফতেকার উল আবরারের নেতৃত্বে মিছিলে মিছিলে মূখরিত করে সদর উপজেলা।
বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয় চত্বরে আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো শফি উল্লাহ সভাপতিত্বে সংক্ষিপ্তে আলোচনা সভায় বক্তব্য সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার, আওয়ামীলীগ নেতা মোঃ হোছাইন, মৃদুল বড়ুয়া, সেলিম উদ্দীন ওরফে সোনা মমিয়া, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ আব্দু সাত্তার, কৃষকলীগ নেতা মোঃ জাহিদ হোসেন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ রিদুয়ান, সাংগঠনিক সম্পাদক আব্দু রহমান বাপ্পী, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ ফয়সাল আজাদ, কলেজ ছাত্রলীগ সভাপতি ইরফান মাহাবুব রায়হান প্রমূখ।