সমাজের তৃণমুল মানুষের মাঝে সেবা পৌছে দেয়াই হচ্ছে এই সরকারের কাজ-হাজী মোঃ মুছা মাতব্বর

234

ইসতিয়াক কামাল মুন্নাঃ-সমাজের তৃণমুল মানুষের মাঝে সেবা পৌছে দেয়াই হচ্ছে এই সরকারের কাজ। তাই সরকারের পাশাপাশি সকল সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক সংগঠন গুলোকেও এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।
শনিবার রাঙ্গামাটি ট্রাক-মিমিট্রাক-মিনিট্রাক পিকআপ মালিক সমিতির মৃত সদস্যবৃন্দের ওয়ারিশগনের মধ্যে মৃত্যুফান্ড, চিকিৎসা ভাতা ও বিবাহ অনুদান বিতরন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটি জেলা ট্রাক, মিনি ট্রাক, পিক-আপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আলী আজগর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শহিদুজ্জামান মহসিন রোমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাঙ্গামাটি ট্রাক-মিমিট্রাক-মিনিট্রাক পিকআপ মালিক সমিতির সভাপতি হাজী মো: সাব্বির আহাম্মদ ওসমানী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাঙ্গামাটি জেলা ট্রাক, মিনি ট্রাক, পিক-আপ শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক কিশোর চৌধুরী।
সভায় মৃত সদস্যবৃন্দের ১১জন ওয়ারিশকে অনুদান দেয়া হয়। ৪ জনের মধ্যে ৩ জন সাবেক ৬০ হাজার টাকা এবং বর্তমানের ১ জন সদস্যরের ওয়ারিশকে ৫০ হাজার টাকা মৃত্যুফান্ড, ৪ জন ৫ হাজার করে বিবাহভাতা ও ৩ জনকে ৫ হাজার টাকা করে চিকিৎসাভাতা দেয়া হয়।