কাজী মোশাররফ হোসেন, কাপ্তাইঃ-কাপ্তাই চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি বট গাছ রক্ষায় দমকল বাহিনী প্রাণান্ত চেষ্টা করছে। প্রায় ৭০ বছর বয়সের বট গাছটির ভেতরে ফাঁকা হয়ে গিয়েছিল। ঐ ফাঁকা অংশের ভেতরে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কেবা কারা আগুন ঘরিয়ে দেয়। আগুন আস্তে আস্তে ফাঁকা অংশের ভেতর দিয়ে গাছের একেবারে মগ ডাল পর্যন্ত উঠে যায়। এভাবে চলতে থাকলে পুরো গাছটি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবার আশঙ্কাও দেখা দেয়। পরে স্থানীয় জনগণ রাঙ্গুনিয়া দমকল বাহিনীকে খবর দেয়। খবর পাবার সাথে সাথে দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভানোর জন্য পুরো টিম কাটাখালী চলে আসে। এসময় দমকল বাহিনীর সদস্য ফরিদ উদ্দিন গাছের কোঠরের ফাঁকে হোস পাইপ ঢুকিয়ে দিয়ে পানি ছেড়ে দেন। তবে সকাল থেকে টানা প্রায় ৭ ঘন্টা গাছে আগুন থাকার ফলে আগুনের হলকা গাছের মগ ডাল পর্যন্ত উঠে যায়। যে কারণে হোস পাইপে পানি ছিটালেও তা গাছের মগ ডাল পর্যন্ত যাচ্ছিলনা। যার ফলে গাছের গোড়ায় আগুন ছিটালেও গাছের উপরের অংশে লক লক করে আগুন জ্বলছিল। কিন্তু দমকল বাহিনীর সদস্যরা হাল না ছেড়ে বিভিন্ন উপায়ে গাছের গোড়ার কোঠর দিয়ে উপরের দিকে পানি ছিটাতে থাকেন। শেষ পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা অক্লান্ত চেষ্টার ফলে আগুন নেভানো সম্ভব হয়। কাপ্তাই সড়কের পাশে অবস্থিত একটি গাছের আগুন নেভানোর দৃশ্য বিপুল সংখ্যক পথচারি প্রত্যক্ষ করেন। এসময় মহিন্দ্র কুমার দাশ নামক এক ব্যক্তি জানান গাছটির বয়স প্রায় ৭০ বছর হবে। বয়সের কারণে গাছটির ভেতরে ফাঁকা হয়ে গিয়েছিল। মাঝে মাঝেই ঐ ফাঁকা অংশের ভেতরে কেউ যেন আগুন ধরিয়ে দিত। কিন্তু এত লম্বা সময় ধরে কখনো আগুন জ্বলতে দেখা যায়নি। তিনি বলেন এই গাছটি কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। দমকল বাহিনীর সদস্যরা অক্লান্ত পরীশ্রম করে আগুন না নেভালে হয়ত পুরো গাছটি জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। রাস্তার পাশের গাছ রক্ষায় দমকল বাহিনীর মানবিক প্রচেষ্টাকে স্থানীয় জনগণ প্রশংসা করেন। দমকল বাহিনীর সদস্যরা গাছের কোঠরে ভবিষ্যতে আর কেউ যেন আগুন না দেন সে ব্যাপারেও সকলের প্রতি অনুরোধ জানান।