বান্দরবানে আওয়ামীলীগ নেতা হত্যার ঘটনায় মামলা

238

বান্দরবানঃ-বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
মামলায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলাটি দায়ের করে পুলিশ। এদিকে এই পর্যন্ত আওয়ামীলীগ নেতা হত্যার ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহতের আওয়ামীলীগ নেতার নাম বাচনু মারমা (৪৮)। তিনি বান্দরবানের রাজবিলার জামছড়ির ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলেন। এই ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন আরো পাঁচজন।
মামলার বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে ৮-১০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করতে করতে জামছড়ির একটি চায়ের দোকানে প্রবেশ করে। এসময় ওই দোকানে বসে থাকা ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাচনু মারমা দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তার বুকে, পেটে ও পিঠে গুলি করে হত্যা করে।
এসময় একই দোকানে থাকা মংক্যচিং মারমা (২৫) ও ক্যপ্রুমং মারমা গুলিবিদ্ধ হন। দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা উচথোয়াই মারমা (৬০) ও হ্লামংসিং মারমাকে অন্য একটি দোকানের সামনে এবং আদাসী মারমাকে (৩৬) বৌদ্ধ বিহারের সামনে গুলি করে আহত করে।