সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে বান্দরবানে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নিহত, আহত-৫

433

বান্দরবান প্রতিনিধি – বান্দরবানে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে আওয়ামীলীগ নেতা নিহত হয়েছেন। নিহতের নাম বাচানো মারমা(৬০), তিনি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বলে জানা গেছে। নিহতের বাড়ি সে জামছড়ি ভিতর পাড়া এলাকায়। সে ওই এলাকার মংবই মারমার ছেলে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান,শনিবার সন্ধ্যার দিকে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাচানো মারমাসহ কয়েকজন মিলে দোকানে বসে থাকা অবসস্থায় সন্ত্রাসীদের একটি গ্রæপ তাদের উপর অতর্কিত ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই বাচানো মারমা মারা যান। এসময় আরো ৫জন আহত হয়।

আহতরা হচ্ছেন সাবেক মেম্বার উচ থোয়াই (৬৫), যুবলীগ নেতা মংক্যা চিং মারমা (২৫), যুবলীগ নেতা হ্লামং চিং (৩০) ক্যাপোমং (৪৫) ও প্রতিবন্ধী আদাসী (২৬)। ঘটনার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।