রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটির সনামধন্য ব্যক্তিত্ব, সমাজ সেবক, রাঙ্গামাটির একমাত্র গার্মেন্টস্ এর মালিক সেলিম চৌধুরী (লন্ডনী সেলিম) এর জানাজা মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাঙ্গামাটি কোতয়ালী থানার মাঠে লন্ডনী সেলিম চৌধুরীকে নিয়ে আসলে তাকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে রাঙ্গামাটির সর্বস্তরের মানুষ ছুটে যায়। এ সময় অনেকই কান্নায় ভেঙ্গে পড়ে।
তাকে শেষ বারের মতো শ্রদ্ধা জানিয়ে তার মরদেহে ফুলে দেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি পৌর সভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম, রাঙ্গামাটি জেলা জজ কোর্টের পিপি এডভোকেট রফিক আহমেদ, সহ রাঙ্গামাটির সর্বস্তরের মানুষ তাকে শেষ বারের মতো শ্রদ্ধা জানান।
জানাযা শেষে তাঁর পরিবারের সম্মতিতে তাঁকে দেশের বাড়ী সিলেটের উদ্দেশ্যে লাশবাহী গাড়ী করে রওনা করেছেন। সিলেটে তাদের পারিবারিক কবরস্থানে মরহুম মোঃ সেলিম চৌধুরীকে দাফন করা হবে।
মরহুম সেলিম চৌধুরী তবলছড়ি অফিসার্স কলোনীস্হ শেলী গার্মেন্টস’র মালিক মরহুম মুকিত চৌধুরীর ২য় পুত্র মোঃ সেলিম চৌধুরীর নামাজে জানাজা তবলছড়ি কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়।