বিলাইছড়িঃ-‘‘জেনে শুনে বিদেশ যায়, অর্থ সন্মান দুটোই পাই” প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে উপজেলা মঙ্গলবার (১১ জুলাই) প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় অর্থায়ন ও তত্বাবধানে শিল্পকলা প্রাঙ্গনে দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার সভা আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা এবং সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার পারভেজ চৌধুরী আরো অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যানদ্বয় উৎপলা চাকমা রবিন তঞ্চঙ্গ্যা এবং মূল বক্তব্য উপস্থাপন করেন, রাঙ্গামাটি জেলার করিগরি প্রশিক্ষন কেন্দ্রের ইনস্ট্রাক্টর গোলাম মোঃ সারোয়ার হোসেন।
এছাড়া আরো বক্তব্য রাখেন, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী, ১নং বিলাইছড়ি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ২নং কেংড়াছড়ি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় যথাক্রমে সুনীল কান্তি দেওয়ান, অমরজীব চাকমা ও বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, যুব উন্নয়নের কর্মকর্তা রুপম চাকমা, বীর মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া এবং আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা স্থানীয়, জনপ্রতিনিধি, এন,জি, কর্মকর্তা ও রাজনেতিক নেতৃবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, আমাদের বংলাদেশ বর্তমানে অর্থনৈতিক সমৃদ্ধির মূলভিত্তি আছে ২টি তাদের মধ্যে ১টি হলো গার্মেণ্ট সেক্টর অন্যটি হলো বৈদেশিক কল্যান মন্ত্রণালয়।তাই আমরা কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে যদি দক্ষ জনশক্তি তেরী করে জনসংখ্যাকে জন সম্পদ হিসাবে রুপান্তরিত করে বিদেশে লোক পাঠাতে পারি তাহলে যেমনি অর্থনীতি চাকা সচল হবে তেমনি দেশ দ্রুত এগিয়ে যাবে।