ইমতিয়াজ ইমন ,রাঙ্গামাটি – রাঙ্গামাটি শহরের তবলছড়ির জনবহুল এলাকা ধন মিয়া পাহাড় এলাকার রাস্তাটির এখন বেহাল দশা । পৌর এলাকার ৪নং ওয়ার্ডে অবস্থিত এ রাস্তাটি পৌরসভার পক্ষ থেকে কোটি টাকা ব্যয়ে কয়েকমাস আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হলে ও স্থানীয় কয়েকজন ব্যক্তির সাথে রাস্তা সংস্কার কাজে জড়িত ঠিকাদারের সাথে ঝামেলা হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে মাঝপথেই রাস্তাটির কাজ বন্ধ হয়ে যায়।
এতে রাস্তাটির কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ায় এলাকাবাসী পড়েছে বিপাকে। কারণ এ এলাকাটিতে বেশ কয়েকটি স- মিল এবং এখানে রয়েছে হাজারো মানুষের বসবাস। আর এখানে আসা যাওয়ার একমাত্র এ সড়কের বেহাল অবস্থার কারনে যানবাহন ও সাধারন মানুষের চলাচলে প্রতিমুহুর্তে সংশ্লিষ্ট সকলকে পড়তে হচ্ছে নানাবিধ সমস্যায়।
রাস্তা সংস্কার কাজ শুরু হওয়ার পর রাস্তাটির বেশীর ভাগ স্থানে রাস্তার উপর ছোট-বড় গর্তের কারণে সড়কটি প্রায় অংশই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি সংস্কার কাজ পুনরায় চালু করা না হলে সামনের বর্ষা মৌসুমে জনসাধারনকে আরো দূর্ভোগে পড়তে হবে।
জনবহুল হওয়া এই ব্যস্ততম সড়ক দিয়ে প্রতিদিন বড় বড় গাছেড় ট্রাক, মিনি ট্রাক, পিকআপ, সিএনজি, মটর সাইকেল সহ ছোট-বড় অসংখ্য যানবাহন নিয়ে হাজারো লোক এই সড়কে যাতায়াত করে। সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচল অযোগ্য হয়ে পড়ায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো ছোট খাটো দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে।
আগামী বর্ষা মৌসুমের আগে যদি এই সড়কটি মেরামত করা না হলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধন মিয়া পাহাড় এলাকার স্থায়ী বাসিন্দা মোঃ বাবুল জানান আমাদের এই রাস্তা সংস্কারের কাজ চলা অবস্থায় একটি ঝামেলার কারনে বন্ধ হয়ে যাওয়াতে আমাদের নানাবিধ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সমস্যা সমাধান করে রাস্তার কাজ সংস্কার শেষ করার জন্য পৌরসভার মেয়রের হস্তক্ষেপ কামনা করেন।
এই সড়কে দিয়ে যাতায়াত করা সিএনজি অটোরিক্সা চালক মোঃ ফারুক জানান, সড়কের বেহাল দশার কারণে এ রাস্তায় গাড়ি চালাতে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়, আর রাস্তা ভাঙ্গা দিয়ে গাড়ি চালালে সপ্তাহে তিন-চার বার আমাদে গাড়ি ঠিক করাতে হয়। তাই সড়কটি সংস্কার করা জরুরী।
এ ব্যাপারে ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান বাবু জানান, পৌরসভার অর্থায়নে এই রাস্তাটির কাজ চলমান রয়েছে। রাস্তার কাজ নিয়ে কয়েকজন ব্যাক্তির সাথে ঠিকাদারের সাথে অপ্রীতিকর ঘটনার জন্য প্রায় ৯/১০ মাস যাবৎ কাজটি বন্ধ আছে।যা আদালত পর্যন্ত গড়িয়েছে। যাদের সাথে ঠিকাদারের সমস্যা হয়েছিলো তাদের সাথে কথা বলেছি। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করছি অচিরেই রাস্তাটির কাজ শুরু হবে।
সমস্যা সমাধান করে চলমান এ জনবহুল সড়কটির কাজ অতিদ্রুত শুরু করে এলাকাবাসীর দূর্ভোগ লাঘবের দাবী জানিয়েছে এলাকাবাসী।