রাঙ্গামাটি ১নং জীবতলী ইউনিয়নের ধনপাতা বন বিহারে শুভ মাঘি পূর্নিমা উদযাপিত

384

শেখ ইমতিয়াজ কামাল ইমনঃ-রাঙ্গামাটি ১নং জীবতলী ইউনিয়নের ধনপাতা বন বিহারে শুভ মাঘি পূর্নিমা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সকালে ধনপাতা উপাসক-উপাসিকা পরিষদের আয়োজনে ত্রিলোক পূজ্য আর্য্য শ্রাবক জগত দূর্লভ অরহত শ্রাবক বুদ্ধ পরম পূজনীয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) ১ম সাধানাস্থান ধনপাতা বন বিহারে মাঘি পূর্ণিমা উপলক্ষে ২৮ বোদ্ধমূর্তি স্থান নির্ধারণ, বুদ্ধমুর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, ও নানাবিধ দানানুষ্ঠান এবং ধর্মসভা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ধর্মালোচনায় উপস্থিত ছিলেন, ধনপাতা বন বিহার উপদেষ্টা কমিটির স্বপন দত্ত চাকমা, চট্টগ্রাম থেকে আগত পুন্যার্থী করুনাময় দেওয়ান, হেডম্যান ও ধনপাতা বনবিহার পরিচালনা কমিটির সভাপতি রুপায়ন চাকমা।
উক্ত মাঘি পূর্নিমায় ধর্ম দেশনা প্রদান করেন, বিহারাধক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ নতুন বংশ ভিক্ষু। ধর্মালোচনায় তিনি বলেন, সকলকে লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় মনযোগ হওয়ার পরামর্শ প্রদান করেন এবং ধর্মীয় শিক্ষায় মানুষের মঙ্গল ও সুখ মিলবে। জগতের সকর প্রানীর হেত সুখ মঙ্গল কামনা করেন।
মাঘি পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান সূচীর মধ্যে ছিলো, আটাশ বুদ্ধ দান, সংঘদান, অষ্টপুরস্কার দান, পিন্ডুদান, নানাবিধ দানোষ্টানের মধ্যদিয়ে শুভ মাঘি পুর্নিমা উদযাপন করা হয়।